২০০৭ বিশ্বকাপে বাঘের হালুম এবার শুনলো ভারত। ৯৯-এর বিশ্বকাপে পাকিস্তানীরা শুনেছিলো। তখন অনেক পাকিভক্তকে বলতে শুনেছি (লজ্জার কথা), পাকিস্তান নাকি ইচ্ছে করে ছেড়ে দিয়েছিলো সেই ম্যাচ। ইস, কী মহব্বত। এবারে তাহলে ছাড়লো ভারত! ভয় হচ্ছে এখন এই বাঘের বাচ্চাদের না ভারতের দালাল বলা হয়।
একই দিনে বিশ্বক্রিকেটে অখ্যাত আয়ারল্যান্ডের কাছে পাকিস্তান হারলো।
কাককতালীয় কি না কে জানে, এই দুটি ঘটনা ঘটলো শেখ মুজিবের জন্মদিনে। এই ভদ্রলোক আমাদের দেশের জন্যে কী সব কি যেন করেওছিলেন বলে আবছা মনে পড়ছে। কারো কারো তো একেবারেই মনে পড়ে না।
জানি, কেউ কেউ বলে বসবেন খেলার সঙ্গে এইসব রাজনীতিঘটিত কথাবার্তা কেন। কিছু করার নেই। মনে পড়ে গেলো। আমাদেরই এক কবি একবার লিখেছিলেন : দালান ভাঙছে তাও রাজনীতি, দালান উঠছে তাও রাজনীতি। আমরা শুধু তার অনিচ্ছুক দাস।
----------------
২০০৭-০৩-১৭
----------------
Tuesday, October 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment