কাগজে দেখেছিলাম বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা বলেছেন, শুধু এখনকার নয়, অতীতের অপরাধীদেরও বিচারের সম্মুখীন হতে হবে। অতি উত্তম।
কিন্তুএই অতীতটি ঠিক কতোদূর পর্যন্ত বিস্তৃত হবে?
আমি বলি, বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সময় থেকে হোক। যুদ্ধাপরাধও বিশাল অপরাধ। ৭১-এর সেই যুদ্ধাপরাধীরা আজও বগল বাজিয়ে বেড়াচ্ছে। সব সভ্য দেশে দ্্বিতীয় বিশ্বযুদ্ধের ৬০ বছর পরে এখনো অপরাধীদের ক্ষমা করা হয় না। আমরা করবো কেন? কোন যুক্তিতে? অপরাধ পুরনো হয়েছে বলে? যুদ্ধাপরাধ কখনো তামাদি হয় না, মেয়াদোত্তীর্ণ খাদ্যের মতো তা ফেলে দেওয়াও যায় না।
----------------
২০০৭-০২-২৩
----------------
Monday, October 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment