এক জন্ম
তারাপদ রায়
অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দু’জনেই দু’জনকে বলবো,
‘অনেকদিন দেখা হয়নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে
তোমার সঙ্গে আমার
অথবাআমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।
Monday, January 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment